মা লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র
এই মন্ত্রের দ্বারা মা লক্ষীর কাছে ক্ষমা চাওয়া হয়। এই মন্ত্র পাঠে দেবী প্রসন্ন হন। এবং সমস্ত দোষ ক্ষমা করে দেন। পুজোর শেষে দেবীর মূর্তি বা ফটো র সামনে এই মন্ত্র পাঠ করতে হয়।
প্রার্থনা মন্ত্র -
ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। মহালক্ষ্মী নমস্তুভ্যং সুখরাত্রং কুরুষ্ব মে॥ বর্ষকালে মহাঘোরে যন্ময়া দুষ্কৃতং কৃতম্। সুখরাত্রি প্রভাতঽদ্য তন্মে লক্ষ্মীৰ্ব্বপোঽতু। যা লক্ষ্মীঃ সৰ্ব্বভূতানাং যা চ দেবেষ্ববস্থিতা। সংবৎসরপ্রিয়া যা চ সদাস্তু সৰ্ব্বসুমঙ্গলা৷ মাতা ত্বং সর্ব্বভূতানাং দেবানাং সৃষ্টিসম্ভবা। আয়াতা ভূতলে দেবী সুখরাত্রি নমোহস্তুতে॥
Please do not enter any spam link in the comment box.