ganesh astottara satanam in bengali ( শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম )

 শ্রীশ্রী গণেশের অষ্টোত্তর শতনাম

এই মন্ত্র পাঠ করলে সমস্ত কষ্ট নিবারণ হয়। সমস্ত বিঘ্ন ও বাধা দূর হয়। এই মন্ত্র পাঠে কোনো পাপ স্পর্শ করতে পারে না। সকল কামনা পূর্ণ হয়। পড়াশুনো তে মনোযোগ হয়। ধন সমৃদ্ধি ও পুত্র লাভ হয়। এই মন্ত্র সকলের বাসনা পূর্ণ করে। এই মন্ত্রে শ্রী গণেশ খুব প্রসন্ন হন। 




















প্রথমে গণেশ নাম রাখিল  পাবক। ১

অন্য নাম গণাধিপ রাখিল এ্যম্বক।। ২


যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ। ৩

নাম রাখে গুণগ্রাহী নমুচিসূদন ।। ৪


নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ। ৫

গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ।। ৬


নাম দিল গণনাথ ভ্রাতা কার্ত্তিকেয়। ৭

নাম রাখে গণদেবেশ্বর রৌহিনেয়। ৮


গণচলবাসী নাম দেয় শ্রীভাস্কর। ৯

গণনায়ক নাম বলে দেব ক্ষপাকর। ১০


নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ। ১১

নাম রাখিলেন গণকৰ্ত্তা সহস্রাক্ষ৷৷ ১২


গণপতি নামে ডাকে বিশ্ব পিতা হর। ১৩

নাম রাখে গজানন দেব দামোদর।। ১৪


নাম দিলা গৌরীসুত মহাদেবী তারা। ১৫ 

গজকর্ণ নাম দেন মুনি শ্রীঅঙ্গিরা৷ ১৬


দানিলেন গজবক্ত নাম সেই মনু। ১৭ 

বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু।। ১৮


গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি। ১৯

নাম দিল সুরাগজ দেব বৃহস্পতি ।। ২০ 


নাম দেন উমাপুত্র যে মেনকারাণী। ২১

বিঘ্ন বিনাশন নাম দিল অবজযোনি ।। ২২ 


বিঘ্নরাজ নাম দিলা বৃহতিসূদন। ২৩ 

নাম দেন বিঘ্নকর্ত্তা রুক্মণী-রমণ।। ২৪ 


নাম দিলা বিঘ্নহারী দেব ত্রিপুরারি। ২৫ 

বিঘ্ন বিনায়ক নাম দিলা শম্বরারি।। ২৬ 


বিঘ্নসিদ্ধি নাম দিয়েছেন কংসারাতি। ২৭ 

বিঘ্নেশ আমার নাম দেন প্রজাপতি।। ২৮ 


নাম দেন বিঘ্ন-বিনাশক খগেশ্বর। ২৯ 

বিঘ্নহৰ্ত্তা নাম দিয়েছেন নাগেশ্বর।। ৩০ 


পার্ব্বতীপ্রিয় নাম দেন মাতামহী। ৩১ 

নাম রাখিলেন হরসূনু মহামহী।। ৩২ 


এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা। ৩৩ 

নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা।। ৩৪ 


দেবেরদেবেশ নাম দিয়েছিল বিষ্ণু। ৩৫ 

স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু৷৷ ৩৬ 


নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন। ৩৭ 

প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ।। ৩৮ 


কাম অরিসূনু নাম রাখিলা হারিত। ৩৯

রুদ্রপ্রিয় নাম মোরা দিলেন লিখিত৷৷ ৪০


সুমুখ তার নাম রাখিল সম্বর্ত্ত। ৪১

সর্ব্বেশ্বর নাম রাখেন সকল অমৰ্ত্ত।। ৪২


সুলেখক নাম মম দিল বেদব্যাস। ৪৩ 

ভারত-লেখক নাম দিয়েছে কৈলাস।। ৪৪ 


ভালচন্দ্র নাম দিয়েছে উষণা। ৪৫ 

অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা।। ৪৬ 


নাম দিল চন্দ্ৰমৌলি নিজেই দম্ভোলি। ৪৭ 

মূষিকবাহন নাম দিয়েছে মাতালি।। ৪৮ 


বজ্রতুগু নাম মোর বজ্রাশনি। ৪৯ 

সদাদান এই নাম দেন বীণাপাণি।। ৫০ 


পাশহস্ত নাম দিল ইন্দ্ৰায়ূধ শম্ব। ৫১ 

শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ব।। ৫২ 


অত্রি দিয়েছেন ত্রিলোচন মোর নাম। ৫৩ 

মাতা জগদ্ধাত্রী দিলা চতুর্ভুজ নাম।। ৫৪ 


একদন্তী রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত। ৫৫ 

বিকট আর নাম রাখেন মরুত।।৫৬ 


রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম।৫৭ 

সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন শ্রীযম।। ৫৮ 


সিদ্ধিদাতা নাম মোরা রাখে বিষ্ণুরথ। ৫৯ 

সিদ্ধি বিনায়ক নাম রাখে শাতাতপ।। ৬০ 


নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি। ৬১

সিদ্ধসাধক নাম রাখেন পশুপতি।। ৬২ 


সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ। ৬৩

নাম রাখে সিদ্ধদেব-সুনু গ্রহশ্রেষ্ঠ।। ৬৪ 


যজ্ঞসিদ্ধি নাম মোর রাখিলেন ক্রতু। ৬৫ 

মন্ত্রসিদ্ধি নামে মোরে ডাকে শতক্রতু।। ৬৬ 


যোগসিদ্ধি নামে ডাকে সাংখ্য কপিল। ৬৭ 

জপসিদ্ধি নাম মোর রাখিল অনিল।। ৬৮ 


দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি। ৬৯ 

কৰ্ম্মসিদ্ধি নাম রাখিলেন মহা শূলী৷৷ ৭০ 


নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় মুণি। ৭১ 

তপঃসিদ্ধি নাম জপে শাণ্ডিল্য মহামুণি।। ৭২ 


সর্ব্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি। ৭৩ 

দানিল সৰ্ব্বজ্ঞ নাম জনক রাজর্ষি ।। ৭৪ 


স্বস্তিদঃ আমার নাম রাখিলেন দক্ষ। ৭৫ 

ঋদ্ধিদঃ তাঁর নাম দানিলেন ঋভুক্ষ।। ৭৬ 


ঋতজ্ঞান নাম মোরা দানিলেন বিরিঞ্চি। ৭৭ 

ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরীচি।। ৭৮ 


ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল। ৭৯ 

দানিল ঋতম নাম সপ্তর্ষি মণ্ডল।। ৮০ 


সত্যম্ অন্য নাম রাখেন পুলহ। ৮১ 

গুণাতীত নাম মোর দেন পিতামহ।। ৮২ 


নাম দিয়েছেন পুরুষত্তম শ্রীপুলস্ত্য। ৮৩ 

কৃষ্ণপিঙ্গলম্ নাম দিলেন অগন্ত।। ৮৪ 

                                                      

শুদ্ধাত্মা নাম তব দিলেন কৰ্দ্দম। ৮৫

মহামৃত্যুসুত নাম দানিলেন যম।। ৮৬ 


ভক্তবৎসল নাম রাখেন ইন্দ্রাণী ৮৭

সৰ্ব্বতীষ্টপ্রদ নাম রাখিল রোহিণী।। ৮৮


শৈলাসুতাসুত নাম রাখে হিমালয়। ৮৯

ভক্তের পরমগতি বলেন মৃত্যুঞ্জয়।। ৯০


ছিরদানন নাম দিয়েছেন খগেশ্বর। ৯১

সর্ব্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর৷৷ ৯২


বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা। ৯৩

দ্বৈমাতুর নাম ত্বরা দিলেন চণ্ডিকা৷৷ ৯৪


বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব। ৯৫

ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব।। ৯৬


অক্ষর আমার নাম দিলেন অৰ্য্যমা। ৯৭

নিত্যমুক্তস্বভাব নাম দিয়েছেন রমা।। ৯৮


নাম দেন ব্রহ্মবর্চ্চস ঋষি বশিষ্ঠ। ৯৯

ব্রহ্মভূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ।। ১০০ 


ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র। ১০১

সুব্রহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র৷৷ ১০২ 


প্রণবস্বরূপ নামে হন সনাতন। ১০৩

অদ্বৈতস্বরূপ হন জগৎকারণ।। ১০৪


অন্তর্য্যামিস্বরূপ আর নাম “ব্রহ্মরূপ”। ১০৫-১০৬ 

জ্যোতিৰ্জ্জোতিস্বয়ংজ্যোতি পূর্ণব্রহ্মরূপ৷৷ ১০৭-১০৮


অষ্টোত্তরশতনাম কহি সবিস্তারে। 

অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে।। 


ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ। 

পূর্ণ হবে অতি শীঘ্ৰ তৰ মনোরথ।। 


গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে। 

কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে।। 


অতি গুহ্য নাম স্তব বিঘ্ন বিনাশক। 

অতীব সুযোগ্য যাহা আনন্দ বৰ্দ্ধক।। 


এই পাঠ যেই ব্যক্তি করে অধ্যয়ন। 

কোন পাপ তারে নাহি করিবে স্পর্শন।। 


সকল কামনা তার পুরিবে নিশ্চয়। 

অবশ্য সর্ব্ব বিঘ্ন নাশ তার হয়।। 


হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন। 

অপুত্রের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান।। 


রমণী লভিবে তার পতি মনোমত। 

দীর্ঘ আয়ুধারী আর রূপগুণবান। 


রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান।। 

পূর্ণ তার ধনে জনে হইবে সংসার। 


দানে মুক্ত হস্ত অস্তে স্বর্গে বাস তার।। 

ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে। 


অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে।। 

কার্য্যারম্ভে গণপতি করিলে স্মরণ।


করিবে অবশ্য তার বিঘ্নের নাশন।।

ভাদ্রপদ মাঘ আর অগ্রহায়ণেতে।


কিংবা শ্রাবণ মাসের শুক্লা চতুর্থীতে।। 

সুন্দর প্রতিমা মূর্ত্তি করিয়া গঠন। 


অথবা ঘটেতে করি গণেশ অর্চন ।  

এই অষ্টশত নাম যে জন জপিবে। 


সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে।।


শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.