durga puja 2021 bengali date and time with durga puja paddhati and durga puja significance of each day. (2021 দূর্গা পুজোর দিন ও সময় এবং পূজা পদ্ধতি)

2021 এই বছর মা দুর্গার ঘোটকে আগমন অর্থাৎ ঘোড়ায় আগমন  ফল ছত্রভঙ্গ, এবং দেবীর দোলায় গমন ফল মড়ক 

দূর্গা পুজো বাঙালির সব থেকে বড় উৎসব। পৃথিবীর প্রতিটি কোনায় থাকা বাঙালিরা এই সময় টার অপেক্ষা করে থাকে। দূর্গা পুজো তো পুরো পৃথিবী জুড়েই হয়ে থাকে কারণ আজ বাঙালিকে পৃথিবীর প্রত্যেক টি কোনায় পাওয়া যায় , কিন্তু দূর্গা পূজা সবসময় এর জন্য পশ্চিম বঙ্গ বিশেষ করে কলকাতা তে বেশি জনপ্রিয়।এ ছাড়াও  দূর্গা পূজা আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দুবাই, এবং ইন্ডিয়া তে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, ইত্যাদি জায়গাতে ও হয়ে থাক। আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিন গুলির জন্য। 

2021 দূর্গা পুজোর সময় সূচি বাংলা বর্ষ ( ১৪২৮ ) ভারতীয় সময় অনুযায়ী ( পসচিম্বঙ্গ ) এর জন্য।  

              এই বছর পঞ্চমী ও ষষ্ঠী একই দিনে রয়েছে

মহা পঞ্চমী  ----- (11 october)  ২৪ শে অশ্বিন ------- সোম বার ------ পুজো শুরু সকাল (6.24) ৬/২৪


মহা ষষ্ঠী ------ (11 october) ২৪ শে অশ্বিন-------   সোম বার ------  পুজো শুরু সকাল (7.00) ৭.০০ 


মহা সপ্তমী -----(12 october) ২৫ শে অশ্বিন------- মঙ্গোল বার ------  পুজো শুরু সকাল (6.30) ৬.৩০


মহা অষ্টমী -----(13 october) ২৬ শে অশ্বিন--------বুধ বার -------- পুজো শুরু সকাল (6 .00) ৬.০০


সন্ধি পূজা------(13 october) রাত্রি (11.26) ১১.২৬ এ শুরু এবং রাত্রি (12.13) ১২.১৩ তে শেষ


মহা নবমী -----(14 october) ২৭ শে অশ্বিন-------বৃহস্পতি বার -----পুজো শুরু সকাল (6.30) ৬.৩০ 


মহা দশমী -----(15 october) ২৮ শে অশ্বিন------শুক্র বার ---------পুজো শুরু সকাল (6.00) ৬.০০     

এই সময় সূচি টি সংস্কৃত টোল পন্ডিত দ্বারা পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত করা হয়েছে।এই সময় সূচি টি বার বেলা কাল বেলা কে অতিক্রম করে নির্ধারিত। তাই এই সময় টি ব্রাম্ভন মশাই তার সুবিদার্থে একটু আগে ও পরে করতে  পারবেন।

পুরান অনুসারে দূর্গা হলেন এমন এক নারী শক্তি যার মধ্যে সমস্ত দেব দেবীর ভালো গুন্ গুলি বিরাজমান। দুর্গার সৃষ্টি মূলত অশুভ শক্তির দমনের জন্য। ব্রম্ভা র বরে বলিয়ান অসুর মহিষাসুর কে দমনের জন্য যখন সমস্ত দেব পুরি নিরুপায় তখন সবার একত্রিত শক্তি তে দূর্গা দেবীর আবির্ভাব ঘটে।     

শারদীয়ার এই নির্দিষ্ট সময়ে দূর্গা মা তার বাপের বাড়ি তে, অর্থাৎ মর্তে আসেন। মা দূর্গা এই পুজোর সূচনা মহালয়া দিয়েই হয়ে যায় , এরপর পুরো পুজো টি ছটি দিনে সম্পূর্ণ হয়ে থাকে যেমন পঞ্চমী , মহা ষষ্ঠী, মহা সপ্তমী , মহা অষ্টমী , মহা নবমী , মহা দশমী।এই প্রত্যেক টি দিনের বিশেষ গুরুত্ব আছে, কারণ প্রত্যেক টি দিন এর পুজো আলাদা নির্দিষ্ট নিয়ম অনুসারে হয়ে থাক। এই কয়েকটি দিন দূর্গা মা সহিত তার সন্তান সন্ততি অর্থাৎ লক্ষী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং গণেশ এর অর্ধাঙ্গিনী কলা বৌ, এনাদেরও পুজো হয়।

পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক টি দিনের বিশেষ গুরুত্ব পূর্ণ পূজা গুলির বিবরণ নিচে দেওয়া হল।durga puja significance of each day.

পঞ্চমী -  এই দিনটিতে মূলত ঘট স্থাপন করা হয়। ঘটে স্থাপন সংলগ্ন পূজা করে, তারপর আরতি হয়। 

মহা ষষ্ঠী - এই দিন টিতে মায়ের আমন্ত্রণ , বোধন , অধিবাস এর সমস্ত পূজা বিধি গুলি হয়ে থাকে এবং আরতি   সহিত  ঢাকের আওয়াজ এর দ্বারা বোঝানো হয় যে মা মর্তে উপস্থিত হয়ে গেছেন। 

মহা সপ্তমী - এই দিনে প্রথম কলা বৌ এর সৃষ্টি করা হয় কলা বৌ অর্থাৎ গণেশের স্ত্রী , একটি কলা গাছ কে চান করিয়ে নতুন কাপড় পরিয়ে তাকে এক নতুন বৌ এর ন্যায় যত্ন করা হয়। যেহেতু কলা গাছের সহিত 9 টি বিভিন্ন গাছের সমষ্টি হলো কলা বৌ, তাই এর আর এক নাম নবপত্রিকা।  এই কার্য টিকে নবপত্রিকা চান ও বলা হয়। 

মহা অষ্টমী - এই দিনটির বিশেষ গুরুত্ব হলো কুমারী পূজা। এই দিনে 9 বছরের নিচে বয়সী কোনো কন্যা কে মায়ের মতো সাজিয়ে তার পুজো করা হয়। পুরান অনুসারে এই দিনেই দেবী মহিষাসুর এর বোধ করে ছিলে। এই দিনে একটি নির্দিষ্ট সময়ে সন্ধি পুজো ও করা হয়। 

মহা নবমী - আর দিন গুলির মতো এই দিনেও যাবতীয় পূজার পরে মায়ের মহা আরতি হয় এবং পরে ভোগ নিবেদন করা হয়। 

মহা দশমী - এই দিনে মায়ের পায়ের সিঁদুর নিয়ে বিবাহিত মহিলারা তাদের একে ওপর কে রাঙান , এবং ধুনুচি নাচ ও বিশেষ ভোগের আয়োজন। এই সবের মধ্য দিয়ে মা কে অন্তিম বারের মতো চোখ ভোরে দেখা। 

সম্পূর্ণ  দূর্গা পূজার, পূজাবিধি গুলিকে 91 টি বিশেষ বিষয়ে বিভক্ত করা হয়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই  বিষয় গুলিতে পর পর মায়ের পুজো করা হয়।এই বিষয় গুলির, সংক্ষিপ্ত নমুনা নিচে দেওয়া হলো শুরু থেকে শেষ পর্যন্ত।

(1)         দেব্যাঃ গমনাগমনে যান কথন
(2)         কল্পারম্ভ
(3)         আচমন
(4)         বিষ্ণুস্মরণ
(5)         গন্ধাদির অর্চনা
(6)         নারায়ণাদির অর্চনা
(7)         স্বস্তিবাচন
(8)          স্বস্তিসুক্ত
(9)          সাক্ষ্যমন্ত্র
(10)        সঙ্কল্প 
(11)        সঙ্কল্প সুক্ত 
(12)        বরণ
(13)        তন্ত্রধারক বরণ
(14)        চণ্ডীপাঠ সঙ্কল্প
(15)        পঞ্চবগ্য শোধন (ত্রিবেদীয়)
(16)        সামান্যার্ঘ্য
(17)        দ্বারপূজা
(18)        বিঘ্নাপসারণ
(19)        মাষভক্ত বলি
(20)        আসনশুদ্ধি
(21)        পুষ্পশুদ্ধি
(22)        করশুদ্ধি
(23)        ভূতশুদ্ধি
(24)        সংক্ষেপ ভূতশুদ্ধি
(24)        মাতৃকান্যাস
(25)        করন্যাস
(26)        অঙ্গন্যাস
(27)       অন্তর্মাকান্যাস
(28)       বাহ্যমাতৃকান্যাস
(29)       সংহার মাতৃকান্যাস
(30)       প্রাণায়াম
(31)       পীঠন্যাস
(32)       করন্যাস
(33)       অঙ্গন্যাস
(34)       ব্যাপকন্যাস
(35)       ঋষ্যাদিন্যাস
(36)       ধ্যান
(37)       মানসপূজা
(38)      বিশেষার্ঘ্য
(39)      পীঠপূজা
(40)      ঘটস্থাপন 
(41)      কাণ্ডরোপণ
(42)      সূত্রবেষ্টন
(43)      বেদীশোধন
(44)      বিতান শোধন
(45)      আবাহন
(46)      গণেশাদির পূজা
(47)       প্রধান পূজা
(48)      বোধন
(49)      আমন্ত্রণ ও অধিবাস 
(50)      অধিবাস ত্রিবেদীও 
(51)      সপ্তমীকৃত্য 
(52)      নবপত্রিকাস্নান
(53)      মহাস্নান
(54)      পত্রীপ্রবেশ
(55)      আবাহন
(56)      চক্ষুর্দান
(57)      প্রাণপ্রতিষ্ঠা
(58)      প্রধান পূজা
(59)      কার্তিকাদির পূজা
(60)      নবপত্রিকা পূজা
(61)      আবরণ পূজা
(62)      লোকপাল পূজা 
(63)      শ্রীশ্রী দুর্গা স্তোত্রম্
(64)      শ্রীশ্রী দুর্গা কবচম্
(65)      বলিপ্রকরণ
(66)      ছাগবলি বিধি
(67)      খড়গপূজা
(68)      স্তম্ভ পূজা 
(69)      মহিষবলি বিধি
(70)     কুষ্মাণ্ডাদি বলি
(71)     বলিবিঘ্ন শান্তি 
(72)     মহাষ্টমী কৃত্যম্
(73)     অষ্টশক্তি পূজা
(74)     ব্রহ্ম্যাদ্যষ্টশক্তি পূজা
(75)     অস্ত্রপূজা
(76)     সন্ধিপূজা
(77)     অর্ধরাত্রি বিহিত পূজা
(78)     মহানবমী কৃত্যম্
(79)     কুমারী পূজা
(80)     পুষ্পাঞ্জলি মন্ত্র 
(81)     সামবেদীয় হোম
(82)     যজুর্বেদীয় সাধারণ হোম্‌
(83)     ঋগ্বেদীয় হোম
(84)     দক্ষিণান্ত বিধি
(85)     দশমী কৃত্যম্
(86)     অপরাজিতা পূজা
(87)     শান্তিমন্ত্র ত্রিবেদীয়
(88)     তান্ত্রিক শান্তিমন্ত্র
(89)     পঞ্চামৃত শোধন 
(90)     দুর্গাপরাধক্ষমাপণ স্তোত্রম্
(91)     শ্রীশ্রীদুর্গাষ্টক স্তোত্রম্



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.